শনিবার ২৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | ইডেনের পর ধরমশালা, বৃহস্পতিবারের আইপিএলের আগে বোর্ডের বিশেষ নিবেদন, সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে থাকছে চমক

Kaushik Roy | ০৮ মে ২০২৫ ০০ : ৪৭Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচের আগে ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, দেশের জন্য যাঁরা রাতের পর রাত সীমান্ত রক্ষা করেন তাঁদের শ্রদ্ধা জানিয়ে দেশপ্রেমের গানের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির গর্বকে সম্মান জানানো হবে।

বিসিসিআইয়ের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘জনপ্রিয় গায়ক ও সুরকার বি প্রাক এদিন বিশেষ অনুষ্ঠান করবেন ধর্মশালায়। বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ধরমশালা গান করার তৈরি হও। বি প্রাক নিয়ে আসছেন এক দেশপ্রেমের রাত যেখানে প্রতিটি গানে শ্রদ্ধা জানানো হবে ভারতের সংস্কৃতিকে’। উল্লেখ্য, পহেলগাঁওয়ের ঘটনার পর গত ৭ মে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে আঘাত হানে।

যার লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক প্রাণ হারান পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনের হামলায়।

প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে ৭ মে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। দুই দলের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং ম্যাচ অফিসিয়ালরা একসঙ্গে দাঁড়িয়ে এই গানের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানান। গোটা মাঠে অ্যাড কাট-আউটের পাশে লেখা ছিল ‘সেনাবাহিনীর জন্য দেশ গর্বিত’।


নানান খবর

সোশ্যাল মিডিয়া